গোদাগাড়ী প্রতিনিধিঃ রাজশাহীর গোদাগাড়ীতে ১২৫ গ্রাম হেরোইনসহ একনারীকে আটক করেছে রাজশাহী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা শাখা। বুধবার সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার উজানপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ী হতে তাকে আটক করা হয়। আকটকৃত নারী উজানপাড়া গ্রামের মাহবুল ইসলামের স্ত্রী ফাহিমা বেগম (৪০)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই খলিলুর রহমান জানান গোপন সংবাদে ভিত্তিতে আটকৃকৃত নারী ফহিমা বেগমের স্বামী মাহবুল ইসলামের বাড়ীতে মাহবুব হেরোইন কেনাবেচে করছে খবর পেয়ে অভিযান পরিচালনা করে কিন্ত সেখাতে মাহবুল ইসলাম কে পাওয়া যায় নি। তবে তার স্ত্রী ফাহিমার ঘর তল্লাসী চালিয়ে ১২৫ গ্রাম হেরোইন, হেরোইন প্যাকেটজাত করণ মেশিন, হেরোইন মাপান নিক্তি ও হেরোইন বিক্রিয়ের নগদ ২ লাখ ৯৪ হাজার টাকা সহ তাকে গ্রেফতার করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গোদাগাড়ী মডেল থানায় মাহবুল ইসলামকে পলাতক আসমী দেখিয়ে ফাহিমার বিরুদ্ধে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০