রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় রামানন্দপুর গ্রামে ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করতে গেলে পুলিশের ওপর হামলা চালিয়ে গ্রেপ্তারকৃত আসামিকে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
শুক্রবার বেলা ৩টার দিকে উপজেলার রামানন্দপুর গ্রামে আসামি ছিনিয়ে নেওয়ার সময় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। আহত দুই পুলিশ সদস্য হলেন- গোদাগাড়ী থানার এসআই মনিরুল ইসলাম ও এএসআই মাসুদুর রহমান।
পরে অতিরিক্ত পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে। এরপর তাদের চিকিৎসা ব্যবস্থা করা হয়। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
পুলিশের গোদাগাড়ী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করে জানান, তিনজন পুলিশ সদস্য রামানন্দপুর গ্রামে ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করতে যান। তারা আসামিকে গ্রেপ্তারের পর মোটরসাইকেলে তুলে নেন। এ সময় ১০-১২ জন ব্যক্তি অতর্কিতভাবে পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নেন। এ ঘটনায় এসআই মনিরুল ও এএসআই মাসুদুর আহত হয়। পরে খবর পেয়ে থানা থেকে অতিরিক্ত ফোর্স গিয়ে আহত দুইজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসার দেয়। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। তবে ছিনিয়ে নেওয়া আসামিকে আর খুঁজে পাওয়া যায়নি।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০