মঙ্গলবার বেলা ১১ টায় গোদাগাড়ী আফজি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
স্বর্ণ কিশোর-কিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশনের আয়োজনে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী-১ গোদাগাড়ী-তানোর আসনের সাংসদ ও সাবেক শিল্প প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরী।
মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশনের চেয়ারম্যান ফারজানা ব্রাউনিয়া।
কিশোর কিশোরী সমাবেশে গোদাগাড়ী উপজেলার ৯০ টি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের কিশোর কিশোরী ক্লাবের সদস্যদের স্বাস্থ্য পুষ্টি রক্ষা ও ছেলে মেয়েদের ১৮-২১ বছর বয়সের আগে বিয়ে না করার শপথ বাক্য পাঠ করান নেটওকার্ক ফাউন্ডেশনের চেয়ারম্যান ফারজানা ব্রাউনিয়া। এর আগে তিনি স্বাগত বক্তব্য প্রদান করেন।
প্রধান অতিথির বক্তৃতায় রাজশাহী-১ আসনের সাংসদ ওমর ফারুক চৌধুরী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন দেখেছিলেন সোনার বাংলাদেশ গড়ার। সেই স্বপ্ন আজ বাস্তবায়নের পথে। আজকের যারা স্বর্ণ-কিশোরী তোমরা যদি তোমাদের নিজের লক্ষ্যে ঠিক থেকে লেখাপড়া করতে পার। উপযুক্ত বয়সের আগে বিয়ে না করে বেড়ে উঠতে পার তবেই সেই স্বপ্ন পূরণ হবে। তিনি নেটওয়ার্ক ফাউন্ডেশনের চেয়ারম্যান ফারজানা ব্রাউনিয়াকে ধন্যবাদ জানিয়ে বলেন শেখ মুজিব ও শেখ হাসিনার সোনার বাংলা স্বপ্ন পূরনে আজকের সূর্যকিশোর ও স্বর্ণ কিশোরী বাংলাদেশে তৈরী করে তা পূরনের কাজ করছে বলে জানান।
এছাড়াও তিনি প্রতিটি সূর্য কিশোর ও কিশোরী ক্লাবের প্রধানদের ১ টি করে সাইকেল উপহার দিবেন বলে ঘোষণা দেন। শুধু তাদেররই না তিনি আরো ঘোষণা দেন যে আগামী জেএসসি পরীক্ষায় যারা বৃত্তিপাবে তাদের প্রত্যেককে একটি করে বাই-সাইকেল উপহার দেবার ঘোষণা প্রদান করেন।
স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক চেয়ারম্যান ফারজানা ব্রাউনিয়া গোদাগাড়ী ও তানোর উপজেলাকে বাংলাশের মধ্যে সর্ব প্রথম স্বর্ণ উপজেলা হিসেবে ঘোষণা প্রদান করে।
সমাবেশে আরো উপস্থিত ছিলেন, স্বর্ণ কিশোরী নেটওয়ার্কের পরিচালক রফিকুল ইসলাম, সহকারি পরিচালক নিযাম আহম্মেদ, কানাডা প্রবাসী ও বাংলাদেশ নিউর্টিশন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের বাংলাদেশ প্রতিনিধি মার্গস ও এ্যানর্ডি কর্ণেল, গোদাগাড়ী উপজেলা চেয়ারম্যান মোঃ ইসহাক, উপজেলা নির্বাহী অফিসার শিমুল আকতার, সহকারি পুলিশ সুপার লুৎফর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামসুল কবির, স্বর্ণ কিশোরী গোদাগাড়ী প্রধান ইফাত আরা ইরা, তানোরে প্রধান তাজরিন আক্তার বুলবুলি, গোদাগাড়ী সূর্য কিশোর প্রধান হাসানুর আরেফিন নাইসসহ উপজেলা ৯০ টি ক্লাবের স্বর্ণ কিশোর-কিশোরীসহ বিভিন্ন স্তরের সুধিজন।
পরে দেশরনেত্রী আগামী ২৮ সেপ্টমবর শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কেট কাটা হয় সমাবেশে ও জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়। সমাবেশে মিডিয়া পার্টনার ছিলেন চ্যানেল আই।খবর ২৪ঘণ্টা/ নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০