গোদাগাড়ী প্রতিনিধি : গোদাগাড়ীতে দুই সহপাঠির সহযোগিতায় নবম শ্রেণীতে পড়ুয়া অপর সহপাঠি স্কুলছাত্রী (১৪) কে ধর্ষণ করার অভিযোগ উঠেছে অপর স্কুলছাত্রের বিরুদ্ধে। এ ঘটনায় ধর্ষক ও দুই সহযোগি সহপাঠিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো, গোদাগাড়ী সরকারী উচ্চ বিদ্যালয় ও কলেজের নবম শ্রেণীর ছাত্র মূল ধর্ষক রিদওনাল আলী খন্দকার মোস্তাকিম (১৪), দুই সহযোগি ওসমান গণি নূর (১৪) ও দশম শ্রেণীর ছাত্র তারেক আলী (১৫)। গোদাগাড়ী মডেল থানায় ওই ছাত্রীর মা বাদী হয়ে তিনজনকে আসামী করে একটি ধর্ষণ মামলা দায়ের করেছে। গ্রেফতারকৃত স্কুলছাত্রদের বাড়ি গোদাগাড়ী উপজেলার শ্রীমন্তপুর গ্রামে। গত সোমবার সন্ধ্যার পর সহযোগি ওসমান গণি নূরের বাসায় এ ঘটনা ঘটে। গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ ওসি খায়রুল ইসলাম জানান, ধর্ষণের শিকার ওই ছাত্রীর সাথে রিদওনাল আলী খন্দকার মোস্তাকিমের কোচিং সেন্টারে লেখাপড়া করার সুবাদে প্রেমের
সম্পর্ক গড়ে উঠে। গত সোমবার মাগরিবের পর ওই ছাত্রীকে প্রলোভন দেখিয়ে তিন বন্ধু মিলে সহযোগি ওসমান গণির ফাঁকা বাড়িতে নিয়ে যায়। বাড়িতে নিয়ে যাওয়ার পর রিদওনাল আলী খন্দকার মোস্তাকিম ওই ছাত্রীকে ধর্ষণ করে অপর দুই আসামী বাড়ীর বাইরে পাহারা দেয়। ঘটনার পর যে যার বাড়িতে চলে যায়। ধর্ষণের শিকার ছাত্রী নিজ বাড়িতে গিয়ে মায়ের জেরার মুখে ঘটনাটি বলে দেয়। ঘটনা শোনার পর তার মা গোদাগাড়ী মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পরপরই পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃতদের বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে ওসি আরো জানান।
আর/এস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০