গোদাগাড়ীতে শিশুর প্রতি সহিংসতা বন্ধে ক্যাম্পেইন - খবর ২৪ ঘণ্টা
প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৫, ৫:০৫ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১৫, ২০১৮, ৫:৫৬ পি.এম
গোদাগাড়ীতে শিশুর প্রতি সহিংসতা বন্ধে ক্যাম্পেইন
গোদাগাড়ী প্রতিনিধিঃ রাজশাহীর গোদাগাড়ী মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে শিশুর প্রতি সহিংসতা বন্ধে ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ গোদাগাড়ী এডিপির আয়োজনে মঙ্গলবার বিকেল ৩ টায় মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও গোদাগাড়ী পৌর মেয়র মোঃ মনিরুল ইসলাম বাবুর সভাপতিত্বে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ ইসহাক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ শিমুল আকতার, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শামসুল কবির, গোদাগাড়ী শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক বরজাহান আলী পিন্টু, রাজাবাড়ি ডিগ্রী কলেজের অধ্যক্ষ সেলিম রেজা, গোদাগাড়ী প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক মোঃ আব্দুল বাতেন।আরো উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার সঞ্জিব গাইন, সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন, সাংবাদিক শিষ মোহাম্মদ, শিক্ষক শিক্ষার্থীসহ বিভিন্ন সুধীজন।
ক্যাম্পেইন আলোচনা সভায় বক্তারা বলেন, নারী নির্যাতন, বাল্য বিবাহ, যৌতুক, মাদক, শিশু নির্যাতন আমাদের মাঝে সংঘটিত হয়। এতে করে সমাজ ও নিজেদের অনেক ক্ষতি হচ্ছে তারা মানসিক মেধা বিকাশে বাধাগ্রস্থ হচ্ছে। তাদের কে মেধা বিকাশ সুযোগ করে দিতে হবে।ঘরে বাইরে শিক্ষা প্রতিষ্ঠানে শিশুর প্রতি সকল ধরনের সহিংসতা বন্ধ করার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়।পৌর মেয়র মনিরুল ইসলাম বাবু শিক্ষার্থীদের হাত উঠিয়ে মাদক ও বাল বিবাহ হতে বিরত রাখতে শপথ করান।
পরে স্কুলের শিক্ষার্থীদের পরিবেশনায় নারী ও শিশু নির্যাতন বিরোধী নাটিকা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্কুলের দশম শ্রণীর ছাত্রী মাহমুদা খাতুন।খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০