গোদাগাড়ী প্রতিনিধিঃ রাজশাহীর গোদাগাড়ীতে প্রাণীসম্পদ সেবা সপ্তাহ-২০১৮ এর শুভ উদ্বোধন হয়েছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১২ টায় উপজেলা প্রাণীসম্পদ এর আয়োজনে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহিদ নেওয়াজের সভাপতিত্বে গোদাগাড়ী উপজেলা ক্যাম্পাস হতে একটি র্যালি বের করা হয়। র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-১ আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী। পরে গোদাগাড়ী উপজেলা পরিষদ অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ ইসহাক, স্বাগত বক্তব্য রাখেন প্রাণী সম্পদ কর্মকর্তা ডা; মোঃ সাইফুল ইসলাম, সহকারি পুলিশ সুপার গোদাগাড়ী সার্কেল মোঃ একরামুল হক প্রমুখ। পরে দ্যা সানরাইজ সেমী ইংলিশ কিন্ডার গার্টেন স্কুলে শিশুদের ডিম খাওয়ানো হয়।
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০