গোদাগাড়ীতে পদ্মায় ডুবে ছাত্রলীগ নেতা নিখোঁজ - খবর ২৪ ঘণ্টা
প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ৯:৩৭ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৩, ২০১৮, ৯:২৩ পি.এম
গোদাগাড়ীতে পদ্মায় ডুবে ছাত্রলীগ নেতা নিখোঁজ
গোদাগাড়ী প্রতিনিধিঃ রাজশাহীরর গোদাগাড়ীতে পদ্মায় গোসল করতে নেমে গোদাগাড়ী পৌরসভার ১ নং ওয়ার্ডের ছাত্রলীগের দপ্তর সম্পাদক মোঃ ইসাহাক আলী (২৩) নিখোঁজ হয়েছে।
সে পৌর এলাকার আঁচুয়াভাটা (কসাই পাড়া) গ্রামের আশরাফুলের ছেলে।
ছাত্রলীগ নেতা মোঃ কামাল হোসেন জানান, সোমবার বিকেল ৫ টার দিকে উপজেলার ফুলতলা ঘাটে ছাত্রলীগ নেতা মোঃ ইসহাক পদ্মায় নামে। এর পর পরই পানির স্রোতে তলিয়ে গেলে আর উঠেনি।
এই ঘটনায় তাকে উদ্ধারের জন্য নৌকা নিয়ে স্থানীয়রা উদ্ধারের তৎপরতা চলাচ্ছে। সন্ধ্যা সাড়ে ৬ টা পর্যন্ত তার কোন খোজ পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান গোদাগাড়ী ফায়ার সার্ভিসকে সিভিল স্টেশনকে খবর দেওয়া হয়েছে। তারা আসলে ডুবারুদল কাজ করবে বলে জানান।
ছাত্রলীগ নেতা ইসাহাক গোদাগাড়ী সরকারী কলেজে ডিগ্রী ১ম বর্ষের ছাত্র লেখাপড়ার পাশাপাশি সে নিজে টাইলস মিস্ত্রীর কাজ করে লেখাপড়া চালায়। ফুলতলায় কাজ শেষে নদীতে গোসল করতে নামলে নিখোঁজ হয়।খবর ২৪ঘণ্টা/ নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০