গোদাগাড়ীতে দেড়কেজি হেরোইনসহ যুবক আটক - খবর ২৪ ঘণ্টা
প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৪, ২০২৪, ৬:৫৯ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২৩, ২০১৯, ৩:০৫ পি.এম
গোদাগাড়ীতে দেড়কেজি হেরোইনসহ যুবক আটক
গোদাগাড়ী প্রতিনিধিঃ রাজশাহীর গোদাগাড়ীতে ১ কেজি ৪০০ গ্রাম হেরোইনসহ আল আমিন (২৫ ) নামের এক মাদক কারবারীকে আটক করেছে গোদাগাড়ী মডেল থানা পুলিশ।
রোববার সকাল ৯ টার দিকে গোদাগাড়ী পৌরশহরের জামাতির মোড় এলাকা হতে তাকে আটক করা হয়। সে চাঁপাই নবাবগঞ্জ সদর উপজেলার চার উনুপনগর গ্রামের আব্দুর রহিমের ছেলে।
গোদাগাড়ী মডেল থানা পুলিশের এসআই মজিবুর ও এসআই মোঃ রাসেল জানান, গোপন সংবাদের ভিত্তিকে রোববার (২৩ জুন) সকালে গোদাগাড়ী মডেল থানা পুলিশ জামাতির মোড় এলাকায় পুলিশের তল্লাসী বসায়। সকাল ৯ টার দিকে আটকৃত মাদককারবারী আল আমিন সাইকেল যোগে রাস্তা দিয়ে হেরোইন বহন করে নিয়ে যাচ্ছিলো। তাকে গতিরোধ করে তল্লাসী চালালে তার সাইকেলে থাকা বাজারের ব্যাগ হতে ১ কেজি ৪০০ গ্রাম হেরোইন উদ্ধার করে আটক করা হয়।
পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য রাজশাহী জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হবে বলে গোদাগাড়ী মডেল থানার ওসি জাহাঙ্গীর আলম জানান।
খবর২৪ঘণ্টা, জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০