গোদাগাড়ী প্রতিনিধিঃ সারদেশ ব্যাপি চলছে প্রচন্ড শৈত্য প্রবাহ। আর এই শীতে ছিন্নমূল, গরীব, দুস্থদের বেড়ে গেছে কষ্ট। যখন এসব মানুষ শীতে জবুথবু তখনই তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছে মানবতার সেবার জন্য গোদাগাড়ীর যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের বন্ধুরা।
বৃহস্পতিবার বিকেল ৩ টায় গোদাগাড়ী উপজেলার গোদাগাড়ী সদর ইউনিয়নের পাহাড়পুর, গোমা, ধনঞ্জয়পুর, শিমলা, আইহায় রাহি , ঝিকড়–পাড়া গ্রামের গরীব, দুস্থ, বিধবা, প্রতিবন্ধী, আদিবাসীসহ ১০০ জন নারী-পুরুষ দুস্থদের মাঝে শীতের চাদর বিতরণ করা হয়।
যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের উপদেষ্টা ও গোদাগাড়ী পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব অয়েজ উদ্দীন বিশ্বাসের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে যায়যায়দিনের আত্মমানবতার সেবার বিভিন্ন কার্যক্রম সম্পর্কে স্বাগত বক্তবে তুলে ধরেন জেজেডি ফ্রেন্ডস ফোরামের গোদাগাড়ী শাখার সভাপতি মোঃ আব্দুল বাতেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোদাগাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেজেডি ফ্রেন্ডস ফোরামের উপদেষ্ঠা মোঃ ইসহাক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোদাগাড়ী প্রেস ক্লাবের সভাপতি জেজেডি ফ্রেন্ডস ফোরামের অন্যতম উপদেষ্ঠা গোদাগাড়ী কলেজের সমাজ বিজ্ঞান বিভাগীয় প্রধান এবিএম কামারুজ্জামান বকুল, গোদাগাড়ী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রুহুল আমিন, গোদাগাড়ী ৩১ শয্যা বিশিষ্ঠ হাসপাতালের ফার্মাসিষ্ট ও যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের অন্যতম সদস্য মোঃ কায়েস আলী।
যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের সহ-সভাপতি মোঃ আব্দুল্লাহ আল- মামুনের সঞ্চলনায় আরো উপস্থিত ছিলেন, ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ আনোয়ারুল ইসলাম দুলাল, নির্বাহী সদস্য শীষ মোহাম্মদ, মোশারফ হোসেন নয়ন, আকবর আলী, সজলসহ ফ্রেন্ডস ফোরামের অন্যান্য বন্ধুরা।
শীতের চাদর নিতে আসা আদিবাসী নারী শ্রী বাহা তার প্রতিক্রিয়াই বলেন, শীত এলেই আমাদের কষ্ট বেড়ে যাই। বয়সের তাড়তায় আগের মত শরীরে বল শক্তি নেই খাটতেও পারি না। শীতে এলে কেউ আমাদের খোঁজ খবরও রাখে না। আজকে একখানা নতুন সুন্দর ঝকঝকে শীতের চাঁদর পেয়ে খুব খুশি হয়েছি। কেউ আমাদের খোঁজ নেই না। তোমরা সাংবাদিক আমাদের পাশে দাঁড়িয়েছো তোমাদের জন্য দোয়া রইলো । এই শীতে চাদর গায়ে দিয়ে শীতের মৌসুমটা পার করতে পারব। পরে তারা ভ্যান যোগেই হাসি খুশি মনে বাড়ী ফিরে গেল।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০