নিজস্ব প্রতিবেদক :
গোদাগাড়ী থানাধীন প্রেমতলী এলাকায় হিন্দু সম্প্রদায়ের আসন্ন “শ্রী পাট খেতুরী ধামে মহারাজ শ্রীল-নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের তিরোধান” উৎসব উপলক্ষে রাজশাহী জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সভাকক্ষে নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ, বিপিএম, পিপিএম এ সভায় সভাপতিত্ব করেন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মাহমুদুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মতিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতে খায়ের আলম, সিনিয়র সহকারী পুলিশ সুপার গোদাগাড়ী সার্কেল আব্দুর রাজ্জাক খান। মেলা উদযাপন কমিটির সভাপতি, সেক্রেটারী, হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ
স্থানীয় নেতৃবৃন্দ। সভায় শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে খেতুর মেলা আয়োজন নিশ্চিতকরণে নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পুলিশ সুপার তার বক্তব্যে বলেন যে, সুষ্ঠুভাবে খেতুর মেলা আয়োজন নিশ্চিতকরণে অন্যান্য বারের মতো পুলিশের সর্বাত্তক প্রস্তুতি রয়েছে। গোয়েন্দা তৎপরতা ইতোমধ্যে বাড়ানো হয়েছে। এ বিষয়ে গোদাগাড়ী থানার অফিসার ইনচার্জকে বিশেষ দিকনির্দেশনা প্রদান করা হয়েছে। ধর্মীয় সম্প্রীতির পরিবেশ বজায় রাখার জন্য তিনি সকলের প্রতি আহবান জানান। উল্লেখ্য আগামী ১৭ অক্টোবর হতে ১৯ অক্টোবর পর্যন্ত এই মেলা অনুষ্ঠিত হবে।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০