গোদাগাড়ী প্রতিনিধিঃ রাজশাহীর গোদাগাড়ীতে তিন দিন ব্যাপি বিজ্ঞান-প্রযুক্তি ও অমর একুশে বই মেলার শুভ উদ্বোধন হয়েছে। বুধবার বেলা ১১ টায় গোদাগাড়ী উপজেলা ক্যাম্পাসে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ইসহাক প্রধান অতিথি থেকে মেলার শুভ উদ্বোধন করেন। গোদাগাড়ী উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বিজ্ঞান-প্রযুক্তি ও একুশে বই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদ নেওয়াজ।
এই সময় আরো উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার ভূমি মোঃ সানওয়ার হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ডার অশোক কুমার চৌধুরী, গোদাগাড়ী পৌর আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব অয়েজ উদ্দীন বিশ্বাস, গোদাগাড়ী পৌর যুবলীগ সভাপতি আকবর আলী, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ, উপজেলা যুবলীগ সভাপতি জাহাঙ্গীর আলম, গোদাগাড়ী প্রেস ক্লাবের সভাপতি এবিএম কামারুজ্জামান বকুলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। পরে মেলার স্টল পরিদর্শন করেন ইউএনও ও উপজেলা পরিষদ চেয়ারম্যান। উল্লেখ্য প্রতিবছর স্থানীয় সংসদ সদস্য ও সাবেক শিল্প প্রতিমন্ত্রী আলহাজ্ব ওমর ফারুক চৌধুরীর একান্ত পৃষ্ঠপোষকতায় এই বই মেলার আয়োজন হয়ে আসছে। বই মেলাকে ঘিরে স্থানীয়দের মাঝে প্রাণচাঞ্চল্য দেখা গেছে।
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০