গোদাগাড়ীতে ট্রেন-ট্রাকের সংঘর্ষে আহত-২ - খবর ২৪ ঘণ্টা
প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৩, ২০২৫, ৩:২৮ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৬, ২০১৮, ৭:৩১ পি.এম
গোদাগাড়ীতে ট্রেন-ট্রাকের সংঘর্ষে আহত-২
গোদাগাড়ী প্রতিনিধিঃ রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নের বাংলা কান্দর এলাকায় ট্রেন- ট্রাকের সংঘর্ষে ট্রাকের ড্রাইভার ও হেলপার গুরুত আহত হয়েছে। আহতদের স্থানীয়রা দ্রুত উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজে ভর্তি করেছে।
আহতরা হলো ট্রাকের ড্রাইভার দূর্গাপুর উপজেলার আমগাছী গ্রামের মোঃ জাফর (২৫) ও হেলপার রফিকুল ইসলাম (২৩)। দেওপাড়া ইউনিয়নের ২ নং ওয়ার্ড বাংলাকান্দর এলাকার ইউপি সদস্য আসাদুল প্রতক্ষদর্শিদের বরাত দিয়ে জানান, সোমবার দুপুর ৩ টার দিকে দেওপারা ইউপির বাংলাকান্দর এলাকার রেললাইন ক্রসিং করে বিলে মাছ আনতে পানি ভর্তি ট্রাকটি যাচ্ছিলো। এই সময় চাপাই নবাবগঞ্জ হতে রাজশাহীগামী ট্রেনটি ট্রাকটিকে ধাক্কাদিলে ছিটকে পড়ে যায়।স্থানীয়রা দ্রুত এসে বাসের ড্রাইভার ও হেলপারকে দ্রুত উদ্ধার করে রাজশাহী মেডিকেলে পাঠিয়ে দেয়। এদের মধ্যে ট্রাকের ড্রাইভারের অবস্থা আশম্কা জনক বলে জানাযায়। বর্তমানে ট্রেন চলাচলা স্বাভাবিক আছে।
এবিষয়ে কাকনহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরি দর্শক হাসমত আলী ট্রেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন ট্রেন চলাচল স্বাভাবিক আছে এঘটনায় দুইজন আহত হয়ে রাজশাহী মেডিকেলে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০