নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ঝিনা মৌজায় জোরপূর্বক জমি দখল চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জমির নগরীর রাজপাড়া থানার কেশবপুর গ্রামের মৃত ইশ্বর দয়াল ঠাকুরের ছেলে শ্রী সুধীর ঠাকুর গোদাগাড়ী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, গোদাগাড়ী উপজেলার ঝিনা গ্রামের মৃত জেকের আলীর ছেলে মকসেদ আলী, মকসেদ আলীর ছেলে স¤্রাট, মসলেম উদ্দিনের ছেলে খলিল, জাব্বার মাস্টারের ছেলে জামাল, ফাইজুদ্দিনের ছেলে সাইদুর, খুকেন চন্দ্রের ছেলে নিখিল চন্দ্র ও খোকার ছেলে রফিকুল ইসলাম ঝিনা মৌজায় অবস্থিত সুধীর ঠাকুরের ১৭১ নং দাগের প্রায় ৭ একর জমির কিছু অংশ জোরপূর্বক দখল করার চেষ্টা করছে।
বিবাদীদের জমি ছেড়ে দিতে বললে গত ফেব্রুয়ারী মাসের ৩ তারিখে উল্টো সুধীরকে গালি-গালাজ করে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়।
তাদের পক্ষ থেকে হুমকি দেওয়ার পরই জমির মালিক সুধীর ঠাকুর গোদাগাড়ী মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগ পাওয়ার পরে থানার পুলিশ পরিদর্শক তদন্ত বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়ার জন্য কাকনহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জকে লিখিতভাবে নির্দেশ দেন।
অভিযোগটি কাকনহাট তদন্ত কেন্দ্রে গেলে পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ বিষয়টি তদন্তের দায়িত্ব এসআই আমিনুল হককে।
এ বিষয়ে কাকনহাট পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই তদন্তকারী কর্মকর্তা আমিনুল হক বলেন, সেখানে জমি নিয়ে অনেক সমস্যা। দুই পক্ষই জমিটি নিজের বলে দাবি করছে। তাই জমির সমস্যা সমাধানে কোর্টে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। জমির একাংশে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
খবর২৪ঘণ্টা/এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০