নিজস্ব প্রতিবেদক :
”গুজবে কান দিবেন না, আইন নিজের হাতে তুলে নিবেন না” স্লোগানে রাজশাহীর গোদাগাড়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ছেলে ধরা গুজব বিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এ সভা অনুষ্ঠিত হয়।
বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শাহিদা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, গোদাগাড়ী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আব্দুর রাজ্জাক খান। এ সময় আরো উপস্থিত ছিলেন, গোদাগাড়ী থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন ও বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে
সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুর রাজ্জাক খান বলেন, পদ্মা সেতুতে মানুষের মাথা লাগার কোনো প্রয়োজন নেই। এটা একটি কুচুক্রি মহল ছড়িয়ে দিয়েছে। গুজবে কান দিয়ে আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। প্রয়োজন হলে নিকটস্থ থানা পুলিশকে খবর দিতে হবে। নিজ নিজ অবস্থান থেকে প্রত্যেককে এই গুজবের বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে হবে। সভায় বিদ্যালয়ের প্রায় ৭৫০ জন ছাত্রী উপস্থিত ছিলেন।
আর/এস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০