গোদাগাড়ী প্রতিনিধিঃ রাজশাহীর গোদাগাড়ীতে ঐতিহাসিক মিজিব নগর দিবস পালন করা হয়েছে।দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শিমুল আকতারের সভাপতিত্বে উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ ইসহাক।আরো উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা, গোদাগাড়ী প্রেস ক্লাব সভাপতি এবিএম কামারুজ্জামান বকুল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার অশোক কুমার চৌধুরীসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন সুধিজন।
অনুষ্ঠানটি সঞ্চলনা করেন সহকারী কমিশনার (ভূমি) সানওয়ার হোসেন।আলোচনা সভায় মুজিব নগর সরকারের বিভিন্ন ইতিহাস, সরকার গঠন, মুক্তি যুদ্ধের ইইতিহাসসহ নানান দিক নিয়ে আলোচনা হয়।
পরে শিক্ষার্থীদের অংশ গ্রহণে মুজিব নগর সরকারের ইতিহাস নিয়ে কুইজ প্রতিযোগীতা, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন ও এক সাংস্কৃতিক অনুষ্টানের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০