গোদাগাড়ী পৌর মেয়র মনিরুল ইসলাম বাবু ও তার সহধর্মীনি নিজেদের স্মার্টকার্ড নেন । পরে পৌর মেয়র ও উপজেলা চেয়ারম্যানসহ সকলেই স্মার্টকার্ড বিতরনের বিভিন্ন কক্ষ পরিদর্শন ও খোঁজ খবর নেন।
আজ সোমবার ও আগামীকাল মঙ্গলবার ৮ মে গোদাগাড়ী পৌর সভার আঁচুয়া, গড়ের মাঠ, মহিশালবাড়ী গ্রামের নাগরিকরা এই কার্ড পাচ্ছেন।
পরে পর্যায় ক্রমে ৯ মে গোদাগাড়ী পৌর এলকার মাদারপুর, আরিজপুর ও ফাজিলপুর গ্রাম, ১০ মে কুঠিপাড়া, কেল্লাবারুই পাড়া, বারুইপাড়া ও গোদাগাড়ী গ্রাম, ১২ মে বুজরুক রাজারামপুর ও রামরগর গ্রাম, ১৩ মে রামনগর, বুজরুক পাড়া, শ্রীমন্তপুর ও জোতগোসাইদাস গ্রাম, ১৪ মে সরমংলা লালবাগ, ভগবন্তপুর কাচারীপাড়া গ্রাম, ১৫ মে সারাংপুর (অংশ) ও সুলতানগঞ্জ গ্রাম এবং ১৬ মে, গঞ্জেশীবপুর গাংগোবাড়ী ও জাহানাবাদ গ্রামের নাগরিকদের মাঝে এই স্মার্টকার্ড বিতরণ করা হবে।
উপজেলা নির্বাচন অফিসার মোঃ মশিউর রহমান সকলকে নির্ধারিত দিনে স্বশরীরে উপস্থিত থেকে পুরাতন ভোটার আইডি কার্ড নিয়ে স্মার্টকার্ড নেওয়ার আহবান জানিয়েছেন।খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০