রাজশাহী র্যাব-৫ এর সদস্যরা অভিযান চালিয়ে তিন কোটি টাকার হেরোইনসহ এক মাদক কারবারীকে আটক করেছে।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকাল সাড়ে ৭টায় রাজশাহীর গোদাগাড়ীর চর ভূবনপাড়া এলাকায় অভিযান চালিয়ে হেরোইন উদ্ধার ও মাদক কারবারীকে আটক করে। অভিযানে তিন কেজি হেরোইন উদ্ধার হয়েছে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তি র্যাব মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল জানতে পারে, গোদাগাড়ী থানার চরআষাঢ়িয়াদহ ইউনিয়নের চরভূবনপাড়া গ্রামের মাদক কারবারী আব্দুর রহিম (৪৫) ও রাসেল (২৫) নিজ বাড়িতে হেরোইন রেখে বিক্রি করছে।
এমন সংবাদে পেয়ে র্যাব রহিমের বাড়ি ঘেরাও করে। এসময় বাড়ির ভেতর থেকে পালানোর চেষ্টাকালে ১ জনকে আটক করে। তার দেয়া তথ্যের ভিত্তিতে মাদক কারবারী আব্দুর রহিমতে (৪৫) বাড়িতে থেকে মাটির নিচে ২ ফিট গভীরে অভিনব কায়দায় রাখা হেরোইন উদ্ধার হয়।
পরে তাদের গোদাগাড়ী থানায় সোপর্দ করে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিএ...
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০