গোদাগাড়ী প্রতিনিধি :
রাজশাহীর গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় মাসুদ হায়দার (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ রবিবার বেলা ১১ টার দিকে উপজেলার গোদাগাড়ী আমনুরা মহাসড়কের লালবাগ হ্যালিপাড নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাসুদ হায়দার (৩৫) গোদাগাড়ী পৌর এলাকার রামনগর গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস আলীর ছেলে। মাসুদ গোদাগাড়ীতে ইন্টারনেট ক্যাবল সংযোগের ব্যবসা করতেন। প্রতাক্ষদর্শীরা জানান, মাসুদ একটি মোটরসাইকেলে চড়ে গোদাগাড়ীর দিকে আসছিল এসময় আমনুরা গামী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেল আরহী যুবক রাস্তায় ছিটকে পড়ে। সে সময় ঘাতক ট্রলিটি পালিয়ে যায়। পরে গোদাগাড়ী ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের সদস্যরা উদ্ধার করে গোদাগাড়ী ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে তাকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম জানান, নিহত যুবক মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিল সে সময় ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে যুবকের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়। ময়না তদন্তের জন্য লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হবে বলেও তিনি জানান।
আর/এস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০