গোদাগাড়ী প্রতিনিধিঃ রাজশাহীর গোদাগাড়ীতে মাদকাসক্ত ছেলের হাতে শ্রী শংঙ্করী রানী (৬৫) নামের এক মা খুন হয়েছে।
সোমবার (৬ জানুয়ারী ) বেলা ১০টার দিকে গোদাগাড়ী পৌর এলাকার শ্রীমন্তপুর গ্রামে এই ঘটনা ঘটে। শংঙ্করী রানী আশা ঘোষের স্ত্রী। মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়,সুমুন ঘোষ দীর্ঘদিন থেকে নেশাগ্রস্থ ছিল। নেশা করার জন্য টাকা চাওয়ায় এই ঝগড়া বাধে এক পর্যায়ে মাকে মেরে পালিয়ে যায় সুমুন ঘোষ।
গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) খাইরুল ইসলাম ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে মায়ের সঙ্গে ঝগড়া হয় সুমুন ঘোষের। একপর্যায়ে সুমুন ঘোষ তার মাকে রান্না করা খড়ি দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। চিৎকার শুনে প্রতিবেশীরা এসে ওই মাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। তিনি চিকিৎসারত অবস্থায় রাত ৯ টার দিকে মৃত্যু হয় বলে নিশ্চিত করে চিকিৎসক। নিহত মায়ের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সুমুনকে আসামি করে মামলার প্রস্তুতি চলছে।
আর/এস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০