গোদাগাড়ী প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ীতে ভাইয়ের হাতে নিজ ভাই খুন হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪ টা ৩০ মিনিটে উপজেলার কদম শহর গ্রামে ক্রিকেট খেলা কে কেন্দ্র করে আপন জমজ দুই ভাইয়ের ভিতর মারামারি বাঁধলে একজন অপরজনকে ছুরিকাঘাত করে আহত করলে স্হানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে। এ সময় জরুরী বিভাগের কর্ত্যবরত চিকিৎসক রাত সাড়ে ৮ টার সময় কদম শহর গ্রামের সাদিকুল ইসলামের ছেলে শান্ত
ইসলামকে মৃত ঘোষণা করেন এবং আহত অপর ভাই মোঃ স্বপন আলী(২৫) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৪ নং ওয়ার্ডে ভর্তি আছে। গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) খাইরুল ইসলাম বলেন,নিহত শান্তর লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরবর্তী কার্যক্রম শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
আর/এস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০