গোদাগাড়ী প্রতিনিধিঃ রাজশাহীর গোদাগাড়ীতে পুকুরে ডুবে খাদিজা (৫) ও রাকিবা (২) নামে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৯ নভেম্বর) দুপুরে উপজেলার চাপাল কানাইডাংগা এলাকায় এ ঘটনা ঘটে। খাদিজা ওই এলাকার শিলনের মেয়ে এবং রাকিবা মিলনের মেয়ে । শিশু দুটি একই পরিবারের তারা নিজের চাচাতত বোন। এ তথ্য নিশ্চিত করেন দেওপাড়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ড সদস্য আশাদুল হক। স্থানীয় সূত্র জানায়, শনিবার দুপুর আড়াইটার দিকে পরিবারের লোকজনের অজান্তে খেলতে গিয়ে বাড়ির পার্শ্ববর্তী পুকুরের পানিতে গোসল করতে নামে। পরে বেলা সাড়ে ৩ টার
দিকে রাকিবা পুকুরের পানিতে ভাসতে দেখলে উপস্থিত স্থানীয় লোকজন উদ্ধার করে এবং পরে অনেক খোঁজাখুঁজির পর খাদিজার লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ বিষয়ে প্রেমতুলি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুল বারী বলেন,একই পরিবারের দুই শিশু পুকুরের পানিতে ডুবে মারা গেছে আমরা শুনে ঘটনা স্থল পরিদর্শন করেছি এবং পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করব।
আর/এস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০