গোদাগাড়ী প্রতিনিধি:
রাজশাহীর গোদাগাড়ীতে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জাতীয় বাল্যবিবাহ নিরোধ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল সাড়ে ৯ টার সময় উপজেলা প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি র্যালি শুরু হয় উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা হল রুমে এসে শেষ হয়
আলোচনা সভায় উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ ইমরানুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক, মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খাতুন মিলি,উপজেলা মহিলা
বিষয়ক কর্মকর্তা শারমিন শাপলা উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আবু বাশির, পৌর আওয়ামীলীগ সভাপতি অয়েজ উদ্দিন বিশ্বাস, উপজেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক কাওসার মাসুম, পৌর যুবলীগ সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, পৌর ছাত্রলীগ সভাপতি হামিদ রানা প্রমুখ।
আর/এস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০