গোদাগাড়ী প্রতিনিধি
রাজশাহীর গোদাগাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৯ উপলক্ষে মৎস্য বিষয়ক আইন বাস্তবায়ন ও সংরক্ষণের জন্য মোবাইল কোর্ট চালিয়ে কারেন্ট জাল জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী মাজিস্ট্রেট শিমুল আকতার পদ্মা নদীতে এই মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় কারেন্ট জাল দিয়ে মাছ ধরার অপরাধে কারেন্ট জাল জব্দ করা হয়।উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শামসুল করিম জনান, জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মাছ সংরক্ষণের জন্য মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় উজির আলী নামের ব্যবসায়ীর কাছ থেকে কারেন্ট জাল জব্দ করেন মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্টেট।
মোবাইল
কোর্টের নির্বাহী ম্যাজিস্টেট শিমুল আকতার জানান, মৎস রক্ষা ও সংরক্ষণ
আইন-১৯৫০ এর ৫ ধারা মোতাবেক অপরাধ করায় এক জেলের কাছ থেকে নিষিদ্ধ কারেন্ট
জাল জব্দ করা হয়। এ সময় জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ভস্মিভুত করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনার সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ ইমরানুল হক, সিনিয়র মৎস্য কর্মকর্তা শামসুল করিম ও মডেল থানা পুলিশের এএসআই জেলানী আকন্দসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
আর/এস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০