খবর ২৪ ঘণ্টা ডেস্ক: গাজীপুরে গুলিভর্তি দুটি অবৈধ বিদেশি পিস্তলসহ যুবলীগ নেতা রাশেদুজ্জামান মণ্ডল ওরফে জুয়েল মণ্ডলকে আটক করেছেন র্যাব ১-এর সসদ্যরা।
সোমবার বিকালে গাজীপুর সিটি কর্পোরেশনের চান্দুরা এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। তিনি চান্দুরা এলাকার মৃত আবদুল হাই মণ্ডলের ছেলে।
গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৫নং ওয়ার্ডের কাউন্সিলর মো. মামুন মণ্ডল জানান, জুয়েল সাবেক গাছা ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ও বর্তমানে গাছা থানা যুবলীগ সভাপতি প্রার্থী।
র্যাব ১-এর কমান্ডার লে. কর্নেল সারওয়ার-বিন-কাশেম জানান, জুয়েলের বিরুদ্ধে জমি দখল, সন্ত্রাস ও চাঁদাবাজিসহ ১১টির মতো স্থানীয় বিভিন্ন থানায় মামলা রয়েছে।
গোপন সূত্রে খবর পেয়ে সোমবার বিকালে র্যাব ১-এর সসদ্যরা জুয়েল মণ্ডলের বাসায় অভিযান চালায়। এ সময় তার ঘর থেকে ৫ রাউন্ড গুলিসহ দুটি অবৈধ বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।
গাছা থানার ওসি মো. ইসমাইল হোসেন জানান, জুয়েলের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন।
খবর২৪ঘণ্টা, জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০