খবর ২৪ঘণ্টা ডেস্ক: রাজধানীর গুলশানে আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় যোগ দিয়েছেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার বিকেল পৌনে ৪টার দিকে তিনি গুলশান-২ এর ইয়ুথ ক্লাব মাঠে এসে পৌঁছান।
এ সময় ঢাকার বিভিন্ন আসনে নৌকার প্রার্থীদের সমর্থকরা তাকে শুভেচ্ছা জানিয়ে স্লোগান দেন। শেখ হাসিনাও হাত নেড়ে তাদের শুভেচ্ছার জবাব দেন।
আওয়ামী লীগের উদ্যোগে এই নির্বাচনী জনসভায় ভাষণ দিবেন প্রধানমন্ত্রী। তার আগমন ঘিরে বনানী ও গুলশান-২ এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়।
অবশ্য সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা ইয়ুথ ক্লাব মাঠে জড়ো হন। তারা নৌকার প্রতিকৃতি নিয়ে, নেচে-গেয়ে উল্লাস করেন। প্রার্থীদের পোস্টার ও ব্যানার হাতেও বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে।
জনসভা মঞ্চে আওয়ামী লীগের কেন্দ্রীয়, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতা ছাড়াও রাজধানীর নির্বাচনী এলাকার আওয়ামী লীগ ও মহাজোট মনোনীত প্রার্থীরা উপস্থিত আছেন।
এর আগে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জনসভাকে সফল করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ঢাকা ও ঢাকার বাইরে কয়েকটি স্থানে ৫টি জনসভা করবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এ ছাড়া ১০টি জেলায় ভিডিও কনফারেন্স করবেন তিনি।
গুলশানের পর আগামী ২৪ ডিসেম্বর কামরাঙ্গীচরে নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। এরপর ২২ ডিসেম্বর সিলেট এবং ২৩ ডিসেম্বর রংপুরের একাধিক নির্বাচনী জনসভায় ভাষণ দিবেন।
গত ১২ ডিসেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত করে কোটালীপাড়ার জনসভার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে একাদশ জাতীয় সংসদের নির্বাচনী প্রচারণা শুরু করেন শেখ হাসিনা। পরদিন ঢাকায় ফেরার পথে তিনি ফরিদপুর, রাজবাড়ী, মানিকগঞ্জ ও সাভারে আরও সাতটি স্থানে পথসভায় বক্তব্য রাখেন।
খবর ২৪ঘণ্টা/ নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০