খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: গুগল ইমেজ থেকে ‘ভিউ ইমেজ’ অর্থাৎ আলাদা করে ছবি দেখার সুবিধাটি তুলে নেয়া হয়েছে। খবর দা ভার্জের।
এই সুবিধাটি তুলে নেয়ায় প্রযুক্তি দুনিয়ায় এর বিশাল প্রভাব পড়বে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।
ব্যবহারকারীরা এতদিন কোনো ছবিতে ক্লিক করলেই অন্য একটি পেজে আলাদা করে আপলোডকৃত অরিজিনাল সাইজে ছবিটি দেখতে পেত। এখন থেকে সেভাবে আর ছবি দেখা যাবে না।
বিশ্ববিখ্যাত স্থির চিত্র সংগ্রহের প্রতিষ্ঠান গেটি ইমেজের সঙ্গে গুগলের সাম্প্রতিক চুক্তির ফলে এই ব্যাপারটি ঘটেছে বলে জানা যায়।
গুগল সার্চ লেইজনের এক টুইটার বার্তায় গুগল কর্তৃপক্ষ জানায়, এখন থেকে ব্যবহারকারীরা ছবি দেখতে পারবেন না। তবে যে ওয়েবসাইটে ছবি আছে ওখানে ভিজিট করতে পারবেন।
এর ফলে ছবির মালিক ফটোগ্রাফার ও বিভিন্ন অনলাইন পাবলিশারদের সুবিধা বাড়ার পাশাপাশি গুগলের বিজ্ঞাপনের বাজার আরও ফুলেফেপে উঠার সম্ভাবনা থাকলেও সাধারণ ব্যবহারকারীরা পড়ছেন বিপাকে।
সাধারণ ব্যবহারকারীদের এখন মূল ছবিটি পাওয়ার জন্য পাবলিশার ওয়েবসাইটে ঢুকে স্ক্রল করে ছবি খুঁজতে হবে।
এ সেবাটি কেনো বন্ধ করা হল সে সম্পর্কে গুগলের কোন আনুষ্ঠানিক ব্যাখ্যা না থাকলেও প্রযুক্তি বিশ্লেষকদের ধারণা, বহুদিন ধরে চলে আসা আলোকচিত্রী ও পাবলিশারদের কপিরাইট সংক্রান্ত অভিযোগ থেকেই এ পদক্ষেপ নিয়ে থাকতে পারে গুগল।
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- k24ghonta@gmail.com, মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০