খবর২৪ঘণ্টা ডেস্ক: রাজধানীসহ সারাদেশে বিএনপির নেতাকর্মী ও দলটির আইনজীবীদের বিরুদ্ধে ‘গায়েবী’ ও ‘কাল্পনিক’ মামলা নিয়ে করা রিটের দ্বিধাবিভক্ত আদেশ দিয়েছে হাইকোর্ট বেঞ্চ। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিটের শুনানি শেষে জেষ্ঠ্য বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী গায়েবি মামলা নিয়ে রুল দেন। অপরদিকে কনিষ্ঠ বিচারপতি আশরাফুল কামাল রিটটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেন। পরে রিট আবেদনের পক্ষের আইনজীবীরা জানান, নিয়ম অনুযায়ী এখন প্রধান বিচারপতি আবেদনটি অন্য একটি বেঞ্চে পাঠাবেন।
গত ২৩শে সেপ্টেম্বর এই রিট আবেদন করেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সিনিয়র আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, নিতাই রায় চৌধুরী ও দলটির আইন বিষয়ক সম্পাদক সানাউল্লা মিয়া।
জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০