খবর২৪ঘন্টা, বিনোদন,ডেস্ক: বলিউডের রূপালি পর্দায় তরুণ তারকাদের মাঝে বেশ ভালো অবস্থানে আছেন শ্রদ্ধা কাপুর। ‘আশিকি ২’ ছবি দিয়ে অভিষেকেই নজর কেড়েছিলেন তিনি। এরপরেও আরো বেশ কয়েকটি ব্যাবসা সফল ছবিতে নায়িকা হিসেবে কাজ করেছেন তিনি।
তবে মজার ব্যাপার হলো শ্রদ্ধা শুধু একজন অভিনেত্রীই নন, গায়িকা হিসেবেও বেশ ভালো সুনাম আছে শ্রদ্ধার। তাই সম্প্রতি অভিনয়ের পাশাপাশি গায়িকা হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করার পরিকল্পনা করছেন এই নায়িকা।
বলিউডে এ পর্যন্ত নিজের অভিনীত ছবির তিনটি গানে কণ্ঠ দিয়েছেন তিনি। আর সবগুলো গানই পেয়েছে দর্শক জনপ্রিয়তা। একটি গানে তার সঙ্গী ছিলো হালের ক্রেজ অরিজিৎ সিং। গান নিয়ে ভবিষ্যত ভাবনা কি এমন প্রশ্নের জবাবে শ্রদ্ধা জানিয়েছে, গানটা তার বিশেষ ভালোবাসা। গান করলে তার মনে হয় আত্মশুদ্ধি হচ্ছে। অভিনয়ের পাশাপাশি তাই গানের দিকেও নজর দিবেন এখন থেকে নিয়মিত।
সর্বশেষ মাফিয়া ডন দাউদ ইব্রাহীমের বোন হাসিনা পার্কারের অপরাধ জগৎ নিয়ে নির্মিত ‘হাসিনা’ ছবিটিতে কাজ করেছেন শ্রদ্ধা।
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০