খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: রাজধানীর মুগদা বিশ্ব রোড এলাকায় ২২ চাকার ট্রেলারের (২২ চাকার ট্রাক বা লরিকে ট্রেলার বলা হয়) ধাক্কায় ফাহাদ (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (১১ মার্চ) বিকেল ৫টার দিকে দুর্ঘটনাটি ঘটে। নিহত ফাহাদ ওই গাড়ির হেলপার ছিলেন।
মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) ফয়সাল মুন্সী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসে স্থানীয়দের কাছে শুনতে পাই, ২২ চাকার ট্রেলারের ধাক্কায় ফাহাদ গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে মুগদা জেনারেল হাসপাতালে নেয়া হয়।
পরে অবস্থার অবনতি হলে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে বলে জানান এসআই।
খবর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০