ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের সোনারাম এলাকায় অজ্ঞাত গাড়ির চাপায় ২ জন চাতাল শ্রমিক নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ৩ জন।
বুধবার (২০ অক্টোবর) ভোরে এ দুর্ঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত দু’জনের একজন হলেন, দিনাজপুর সদর উপজেলার মাঝিপাড়া এলাকার মো. আব্দুল মালেকের ছেলে মো. হায়দার আলী (৩১)। অপরজনের পরিচয় পাওয়া যায়নি।
চাতাল শ্রমিক ও হাইওয়ে পুলিশ জানায়, বুধবার (২০ অক্টোবর) ভোরে হায়দার আলীসহ ৫ শ্রমিক আশুগঞ্জ খাঁন অটো রাইস মিলে কাজ করার জন্য বাসে করে দিনাজপুর থেকে আসে। ভোরে মহাসড়কের এক পাশ দিয়ে তারা হেঁটে রাইস মিলে যাওয়ার পথে সোনারামপুর এলাকায় কোনো দ্রুতগামী যানবাহন তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে হায়দার ও অপর এক শ্রমিক মারা যান।
তবে শ্রমিকদের কোন ধরনের যানবাহন চাপা দিয়েছে তা তারা বলতে পারেনি। স্থানীয় লোকজন ও সহকর্মীরা আহত ৩ শ্রমিককে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠায়। পরে এ সংবাদ পেয়ে সকালে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠায়।
খাঁটিহাতা হাইওয়ে থানার উপ-পরিদর্শক মো. রাফিউল করিম স্থানীয়দের বরাতে জানান, নিহত ২ জনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে পরবর্তী আইনগত ব্যবস্থার প্রক্রিয়া চলছে।
জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০