খবর২৪ঘণ্টা ডেস্ক: গাজীপুরে বাসের ধাক্কায় রিক্সাভ্যান আরোহী দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় ৬ জন আহত হয়েছে। হতাহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। সোমবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
গাজীপুর সিটি কর্পোরেশনের ১৮ নংওয়ার্ডের নব নির্বাচিত কাউন্সিলর আব্দুল কাদির মন্ডল ও হাসপাতাল সূত্রে জানা যায়, সোমবার রাতে ঢাকা থেকে তাসিন পরিবহনের একটি বাস যাত্রী নিয়ে ময়মনসিংহের গৌরিপুরে যাচ্ছিল। বাসটি বেপরোয়া গতিতে যাওয়ার সময় রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাজীপুর সিটি কর্পোরেশনের টেকনগপাড়া এলাকার হায়েস এন্ড হ্যায়ার কারখানার সামনে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।
এসময় বাসটি একই দিকগামী অপর একটি রিক্সাভ্যানকে সজোরে ধাক্কা দিয়ে চাপা দেয়। এতে ভ্যান উল্টে চালকসহ ৮ আরোহী সড়কের উপর ছিঁটকে পড়লে ওই বাস তাদের চাপা দেয়। স্থানীয়রা ও পুলিশ গুরুতর আহতাবস্থায় ওই ৮ জনকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। তাদের বয়স ৪০ থেকে ৪৫ এর মধ্যে। আহত ৫ জনকে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। এছাড়া অপর একজনকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতলে ভর্তি করা হয়েছে। পুলিশ গাড়ি দু’টি জব্দ করেছে।
খবর২৪ঘণ্টা.কম/জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- k24ghonta@gmail.com, মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০