খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: গাজীপুর সিটি করপোরেশনের বাসন থানাধীন ভোগড়া এলাকা থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২০ সেপ্টেম্বর) সকালে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
মৃত ওই নারীর নাম মুনসেফা (৩২)। তিনি রংপুরের মিঠাপুকুর থানার রাঙ্গা পুকুর এলাকার দুদু মিয়ার স্ত্রী।
বাসন থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া এলাকায় পরিবারসহ একটি বাসায় ভাড়া থাকতো মুনসেফা। সেখান থেকে তিনি একটি আড়তের কাজ করতেন। গত শুক্রবার রাতে তাদের স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। রোববার সকালে তাদের ভাড়া বাসা থেকে দুর্গন্ধ পায় আশপাশের লোকজন। এসময় তারা ওই ঘরের ভিতরে গিয়ে মুনসেফার মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তারা থানায় খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে নিহতের স্বামী দুদু মিয়া পলাতক রয়েছে। ধারণা করা হচ্ছে শুক্রবার রাতে মুনসেফাকে হত্যা করে তার স্বামী পালিয়ে গেছে।
মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। কিভাবে তাকে হত্যা করা হয়েছে তা এখনো জানা যায়নি। মৃতের শরীরের বিভিন্ন স্থানে রক্তের দাগ রয়েছে।
খবর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০