খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া এলাকা থেকে অপহরণ ও প্রতারক চক্রের সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে লিখিত ও অলিখিত চেক ও স্ট্যাম্প, আইডি কার্ডসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- জাহাঙ্গীর আলম, আইয়ুব আলী, এরশাদ আলী, মাসুদ রানা, শামীম হোসেন, রত্না বেগম ও রুপা বেগম।
বৃহস্পতিবার দুপুরে গাজীপুর পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়েছে।
পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ জানান, ভোগড়া এলাকার একটি বাড়িতে লোকজন কৌশলে নিয়ে নারীর সঙ্গে ছবি তুলে ও ভয়-ভীতি দেখিয়ে টাকা আদায় করার চেষ্টা করা হয়। খবর পেয়ে থানা পুলিশ বুধবার বিকালে অভিযান চালিয়ে ওই বাসা থেকে প্রতারক চক্রের সাত জনকে আটক করে। এসময় তাদের কাছ থেকে লিখিত, অলিখিত স্ট্যাম্প, ব্যাংকের চেক, সিম কার্ড, মোবাইল ফোনসেট, একটি ক্যামেরা উদ্ধার করা হয়।
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০