খবর ২৪ ঘণ্টা ডেস্ক: ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বিমান হামলা ও গোলাবর্ষণে এক গর্ভবতী মা, তার শিশুকন্যাসহ চার ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন।
শনিবার গাজার বিভিন্ন স্থাপনায় ইসরায়েলের হামলায় এসব হতাহতের ঘটনা ঘটে বলে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।
নিহতরা হলেন- সেবা মাহমুদ আবু আরার (১৪ মাস), তার গর্ভবতী মা ফালাস্তিন সালেহ আবু আরার (৩৭), খালেদ মোহাম্মাদ (২৫) এবং ইমাদ মুহাম্মাদ নাসির (২২)।
মিডল ইস্ট আই জানায়, অব্যাহত হামলার জবাবে ইসরায়েলে দেড় শতাধিক রকেট নিক্ষেপ করেছে গাজার প্রতিরোধ যোদ্ধারা। কিরিয়াত ঘাত এলাকার একটি হাইস্কুলে রকেট আঘাত হানলে ৫০ বছর বয়সী এক ইসরায়েলি নারী গুরুতর আহত হন।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা কয়েক ডজন রকেট আকাশেই ধ্বংস করে দিয়েছে। এছাড়া গাজায় রকেট উৎক্ষেপণের কয়েকটি স্থাপনায় হামলা চালিয়েছে।
এদিকে ফিলিস্তিনের অব্যাহত সংঘাত বন্ধের চেষ্টা চালিয়ে যাচ্ছে জাতিসংঘ। ভেঙে পড়া যুদ্ধবিরতি পুনর্বহালে ইসরায়েল, হামাস এবং মিশরের সঙ্গে যোগাযোগ করছেন জাতিসংঘ কর্মকর্তারা।
খবর২৪ঘণ্টা, জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০