ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার দেশ ইসরায়েলের বিমান হামলায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার দুই সাংবাদিক নিহত হয়েছেন। তারা হলেন আল-জাজিরা অ্যারাবিক-এর সাংবাদিক ইসমাইল আল-গউল এবং তার ক্যামেরাম্যান রামি আল-রিফি।
বুধবার পশ্চিম গাজায় হামাসের রাজনৈতিক শাখার সদ্যপ্রয়াত প্রধান ইসমাইল হানিয়ার বাড়ির কাছে এই দুই সাংবাদিকের গাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়। হামলার সময় ইসমাইল ও রামি দুজনেরই ‘প্রেস’লেখা ভেস্ট পরা ছিল। তাদের গাড়ি সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত সেটাও চিহ্নিত করার ব্যবস্থা ছিল।
হামলার শিকার হওয়ার ১৫ মিনিট আগেও অফিসে থাকা সহকর্মীদের সঙ্গে তারা যোগাযোগ করেছিলেন। যেখান থেকে সংবাদ সংগ্রহ করছিলেন তার কাছেই একটি বাড়িতে হামলা চালানো হয় বলে ফোনে তারা বলেন। আহত হওয়ার পর আল-আহলি আরব হাসপাতালে নেওয়ার পথে দুজনই নিহত হন।
হামলার বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি দখলদার দেশ ইসরায়েল। গাজায় ১০ মাস ধরে চলা যুদ্ধে এর আগেও সাংবাদিকদের ওপর চালানো হামলার ঘটনাগুলো অস্বীকার করেছে দেশটি।
আল জাজিরা মিডিয়া নেটওয়ার্ক এই হামলাকে ইসরায়েলি বাহিনী কর্তৃক পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড আখ্যা দিয়েছে। একইসঙ্গে এই অপরাধের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনতে সব ধরনের আইনি পদক্ষেপ গ্রহণের অঙ্গীকার করেছে।
গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে ঢুকে গাজার শাসক দল হামাসের প্রাণঘাতী হামলার জবাবে উপত্যকায় প্রায় বিরামহীন হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। হামাসের ওই হামলায় নিহত হয় ১২ শর মতো ইসরায়েলি। ওইদিন দুই শতাধিক ইসরায়েলিকে বন্দি করে গাজায় নিয়ে আসেন সশস্ত্র ফিলিস্তিনিরা।
বিএ...
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- k24ghonta@gmail.com, মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০