মুক্তির দিন যত এগিয়ে আসছে ততই উত্তেজনা বাড়ছে আলিয়া ভাটের ‘গাঙ্গুবাঈ কাঠিয়াবাদি’কে ঘিরে। কামাথিপুরার বারবণিতা গাঙ্গুবাইয়ের ভূমিকায় আলিয়ার লুক, সংলাপ, স্টাইল সবই কব্জা করে নিয়েছে নেটজগৎ। আলিয়ার অনুকরণে রিল ভিডিও বানাচ্ছেন তাঁর অনুরাগীরা। ট্রেন্ডে গা ভাসিয়েছেন অভিনেত্রী তৃণা সাহাও ।
সম্প্রতি নিজের ইনস্টা হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেছেন পর্দার গুনগুন। ভিডিওতে দেখা যাচ্ছে, পোষ্য বিড়ালকে সঙ্গে নিয়ে সোফায় বসে রয়েছেন তৃণা। তাঁর পরনে লাল নীল স্ট্রাইপের শাড়ি ও সাদা স্লিভলেস ব্লাউজ। ব্যাকগ্রাউন্ডে বাজছে গাঙ্গুবাঈয়ের জনপ্রিয় সংলাপ। আলিয়াকে তৃণা অনুকরণ করেছেন ঠিকই, কিন্তু বিড়ির বদলে একটি টুথপিক গুঁজেছেন তিনি দাঁতের ফাঁকে।
ক্যাপশনে তৃণা লিখেছেন, এই ভাবেই ছবিটি দেখার জন্য অপেক্ষা করছেন তিনি। এর আগেও গাঙ্গুবাঈকে নকল করে একটি ভিডিও বানিয়েছিলেন তৃণা। ইতিমধ্যেই ভাইরাল উলটো নমস্কার করে রিল ভিডিও বানিয়েছিলেন গুনগুন। সেই ভিডিওটিও বেশ পছন্দ করেছিলেন তাঁর অনুরাগীরা।প্রসঙ্গত, কামাথিপুরার বারবনিতা গাঙ্গুবাঈয়ের চরিত্রে তুখোড় অভিনয় করেছেন আলিয়া। সাদা চুড়িদার, বড় লাল টিপ ও চমকে দেওয়ার মতো ব্যক্তিত্ব, এমন অবতারেই দেখা মিলেছে আলিয়ার। আগামী ২৫ ফেব্রুয়ারি মুক্তির অপেক্ষায় গাঙ্গুবাঈ কাঠিয়াবাদি। ছবিতে আলিয়া ছাড়াও রয়েছে বিজয় রাজ, অজয় দেবগণ, সীমা পাহওয়া, হুমা কুরেশি ও শান্তনু মাহেশ্বরী।
https://www.instagram.com/p/CaOegcngDag/
যেহেতু রেড লাইট এরিয়ার একজন ‘পতিতা’ নারীর জীবনের উপরে তৈরি ছবি, তাই বেশ কিছু বোল্ড দৃশ্য এবং সাহসী সংলাপ রয়েছে ছবি জুড়ে। মোট চারটি বদল হয়েছে ছবিতে। দুটি দৃশ্য বাদ দিতে হয়েছে এবং কিছু সংলাপে শব্দের অদলবদল করতে হয়েছে। এছাড়াও একটি দৃশ্যে প্রাক্তন প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর সঙ্গে দেখা যায় গাঙ্গুবাঈকে। সেটিতেও কিছু পরিবর্তন করা হয়েছে। সেন্সর বোর্ডের তরফে UA সার্টিফিকেট পেয়ে গিয়েছে গাঙ্গুবাঈ।
বিএ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০