খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: কনট্রিসেপটিভ পিলের কি কোনও সাইড এফেক্ট আছে? অনেক মহিলারই এটি অবশ্যাম্ভবী প্রশ্ন৷ অনেকে এনিয়ে চিকিৎসকদের জিজ্ঞাসা করেন৷ কেউ আবার জিজ্ঞাসা করতে ইতস্তত করেন৷ গর্ভধারণ আটকাতে এই পিল ব্যবহার করা হয়৷ সাধারণত সুস্থ শরীরকে ব্যস্ত করতে চায় না কেউই৷ তাই সেক্স করার আগে কন্ডোম ব্যবহার করা প্রয়োজন৷ কিন্তু অনেকসময় হঠাৎই অনেক কিছু হয়ে যায়৷ এমার্জেন্সি অনেকেরই হয়৷ তার জন্য নিতে হয় কনট্রিসেপটিভ পিল৷
নিয়মিত কখনই কনট্রিসেপটিভ পিল ব্যবহার করা উচিত নয়৷ কিন্তু মাঝেমধ্যে এটি ব্যবহার করা যেতেই পারে৷ কিন্তু যেহেতু এটি হরমোনের উপর কাজ করে তাই শরীরে কিছু পরিবর্তন আসতে পারে৷ এক কথায় বলতে গেলে এর কিছু সাইড এফেক্ট রয়েছে৷ তবে তা সাময়িক৷
১) মাথাব্যথা
অনেক সময় এই পিল খেলে মাথাব্যথা হতে পারে৷ এছাড়া প্রথম একদিন বা দুদিন বমি হওয়ার সম্ভাবনাও থাকে৷ কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই ড্রাগ শরীর থেকে বেরিয়ে যায় ও শরীর ফের স্বাভাবিক অবস্থায় ফিরে আসে৷
২) অবসাদ
কয়েকদিনের জন্য অবসাদে ভুগতে পারেন আপনি৷ রোজকার কাজে মন নাও বসতে পারে৷ তবে এটিও কয়েকদিনের মধ্যেই কেটে যায়৷ যদি এর পরেও সমস্যা হয় তবে চিকিৎসকের পরামর্শ নেওয়া যেতে পারে৷
৩) পিরিয়ড
এই পিল খেলে অনিয়মিত হতে পারে পিরিয়ড৷ কিছু কিছু ক্ষেত্রে মেনস্ট্রুয়েশনের সময় বেশি রক্তপাত হতে পারে৷ এক সপ্তাহ এগিয়ে বা পিছিয়ে যেতে পারে পিরিয়ড৷ তবে যদি এক সপ্তাহের বেশি দেরি হয়, তবে প্রেগন্যান্সি টেস্ট করিয়ে নেওয়া উচিত৷
৫) ভ্যাজাইনাল ব্লিডিং
অনেক ক্ষেত্রে পিরিয়ডের সময় ভ্যাজাইনাল ব্লিডিং হতে পারে৷ সাধারণত এটি খুব বেশি মাত্রায় হয় না ও ৩ দিনের বেশি স্থায়ী থাকে না৷ তবে যদি এর স্থায়িত্ব ৩ দিনের বেশি হয়, তবে অবশ্যই গাইনেকোলজিস্টের সঙ্গে পরামর্শ করা দরকার৷
তবে কনট্রিসেপটিভ পিলের দীর্ঘমেয়াদি কোনও প্রতিক্রিয়া নেই৷ এই পিলগুলি সাধারত নিরাপদ৷ পরে গর্ভধারণের সময় এটি কোনও প্রভাব ফেলে না৷
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- k24ghonta@gmail.com, মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০