রাজশাহীর পুঠিয়ায় গরু ও বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এহেন পরিস্থিতিতে এসবের চুরি ঠেকাতে চোর ধরে দিতে পারলে ১০ হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন পুঠিয়া থানার ওসি ফারুক হোসেন।
মঙ্গলবার (৪ জুলাই) এ ঘোষণা দেন তিনি।
জানা গেছে, পুঠিয়ার বিভিন্ন এলাকায় গরু ও বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা বৃদ্ধি পেয়েছে। ঈদের আগে বিভিন্ন এলাকায় ২০ টির মত গরু চুরি হয়েছে। ঈদের পর গত কয়েক দিনে ধনন্ঞ্জয় পাড়া, ফুলবাড়িসহ বেশ কয়েকটি এলাকায় গভীর নলকূপের ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে।
ফুলবাড়ি এলাকার শান মোহাম্মদ কালু জানান, তাদের গভীর নলকূপের ট্রান্সফার চুরি হয়ে গেছে। এটা সংঘবদ্ধ চোরের কাজ। বানেশ্বর এলাকার আব্দুর রাজ্জাক অভিযোগ করে বলেন, ট্রান্সফরমার চুরির ঘটনায় পল্লী বিদ্যুতের লোকজন জড়িত থাকতে পারে।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক হোসেন বলেন, এসব চুরি ঠেকাতে চোর ধরে দিতে পারলে ১০ হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা করেছি। পাশাপাশি প্রতিটি এলাকার মানুষকে সজাগ থাকতে হবে।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০