গোমস্তাপুর(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকার মাস্টার পাড়ার সেফাজুল ইসলাম গরুর খামার করতে সরকারী সহায়তা চেয়েছেন। বর্তমানে তার বাড়িতে ২ টি বিক্রয়যোগ্য গোরু রয়েছে। তন্মধ্যে ১ টি গাভী তিনি ৩ বছর আগে দেড় লক্ষ টাকায় ক্রয় করেন। বর্তমানে তার ওজন আনুমানিক ৩ শত ৫০ কেজি, বাজার মূল্য ধরা হয়েছে আড়াই লক্ষ টাকা। গাভীটি অস্ট্রেলিয়ান ফিজিয়াম জাতের। অপরটি অস্ট্রেলিয়ান জার্সি ষাঁড়। এটি বাড়ির পোষা। ষাড়টির ওজন প্রায় ৪ শত ৫০ কেজি, বাজার মূল্য আনুমানিক ৬ লক্ষ টাকা। এই ২ টি গোরুর পিছনে প্রতিদিন গড়ে প্রায় ৬ শত টাকা খরচ করতে হয় সেফাজুল কে। গাভীটি বর্তমানে গর্ভবতী, তবে এটি ২০/২৫ কেজি করে দুধ দেয়। সেফাজুল জানান, ১৯৯৮ সালের প্রলয়ংকারী বন্যার ছোবল এবং পরবর্তীতে দালালদের খপ্পরে পড়ে লিবিয়া গমন করে সর্বশান্ত হন। পরে আত্বীয়-স্বজন ও এনজিও থেকে লোন নিয়ে গোরু পোষা শুরু করেন। তার খুব শখ গোরুর খামার করা। এজন্য তিনি সরকারের সহায়তা কামনা করেছেন। অল্প সুদে সরকারী ব্যাংক অথবা কোন সংস্থা থেকে বড় অংকের লোন পেলে গোরুর খামার গড়তে তার সুবিধা হবে। ফলে গোরুর খামার থেকে প্রাপ্ত লভ্যাংশ দিয়ে দেনা পরিশোধ করতে পারবেন।
খবর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০