খবর২৪ঘণ্টা ডেস্ক: গরুকে নৃশংসভাবে ধর্ষণ করে খুন। অত্যাচারের ধরন দেখে শিউরে উঠেছেন সাধারণ মানুষ থেকে পুলিশ কর্মীরাও। সেই ঘটনায় গ্রেফতার হওয়া যুবকের বিরুদ্ধে কড়া ধারায় মামলা দায়ের করেছে পুলিশ। এই ধারাগুলি প্রয়োগ করলে সর্বোচ্চ পাঁচ বছরের জেল হতে পারে অভিযুক্তের। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে আরও দু’টি কড়া ধারা প্রয়োগ করতে পারে পুলিশ।
গত বৃহস্পতিবার সকালে হাওড়ার শ্যামপুরে একটি ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। নৃশংস যৌন অত্যাচারের জেরেই প্রাণীটির মৃত্যু হয়েছে প্রাথমিক তদন্তে নিশ্চিত হয় পুলিশ। বিক্ষোভ দেখান স্থানীয়রাও। চাপে পড়ে গরুটির দেহের ময়নাতদন্ত করা হয়। এর পরই সুজল মাইতি বলে অভিযুক্ত এক যুবককে গ্রেফতার করে পুলিশ।
অভিযুক্ত সুজল মাইতি (মাঝখানে)। নিজস্ব চিত্র
অভিযুক্ত ওই যুবক প্রাথমিকভাবে অপরাধের কথা স্বীকার করে নিয়েছে বলে পুলিশ সূত্রে খবর। ধৃতের বিরুদ্ধে ৪৫৬ (বিনা অনুমতিতে বাড়িতে প্রবেশ বা ভাঙচুর), ৩৭৯ (চুরি করা) এবং ৪২৯ (বিষক্রিয়া বা আঘাত করে কোনও প্রাণীর হত্যা)-র মতো তিনটি ধারায় মামলা করা হয়েছে। এর মধ্যে ৪৫৬ এবং ৩৭৯ ধারায় সর্বোচ্চ তিন বছর জেল হতে পারে। আর ৪২৯ ধারায় সর্বোচ্চ পাঁচ বছরের জেল এবং জরিমানা দুই-ই হতে পারে।
পুলিশ সূত্রে খবর, এখনও ময়নাতদন্তের রিপোর্ট হাতে পায়নি তদন্তকারী অফিসাররা। সেই রিপোর্টে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হলে তিনটি ধারার সঙ্গে যৌন নির্যাতনের অভিযোগও দায়ের করা হতে পারে অভিযুক্তের বিরুদ্ধে। গ্রেফতারির পরে ওই যুবককে শুক্রবার আদালতে তোলা হলে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় উলুবেড়িয়া আদালত।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০