খবর২ ৪ঘণ্টা, ডেস্ক: ২০১৯ সালে সড়ক পথে মোট দুর্ঘটনার সংখ্যা ৪ হাজার ৭শ দুই টি। এসব দুর্ঘটনায় নিহত হয়েছেন ৫ হাজার ২শ ২৭ জন। আহত হয়েছেন ৬ হাজার ৯শ ৫৩ জন।
শনিবার (৪ জানুয়ারি) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে নিরাপদ সড়ক চাই এর পক্ষ থেকে তুলে ধরা ২০১৯ সালের সড়ক দুর্ঘটনার প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এমনটি জানান নিসচার চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন।
সংগঠনটির পক্ষ থেকে বলা হয, গত বছর রেলপথে দুর্ঘটনার সংখ্যা ১৬২ টি। যেখানে নিহতের সংখ্যা ১শ ৯৮ ও আহত হয়েছেন ৩৪৭ জন।
নৌপথে দুর্ঘটনা ঘটেছে মোট ৩০টি। দুর্ঘটনায় নিহত হয়েছেন ৬৪ জন, আহত হয়েছেন ১শ ৫৭ জন আর নিখোজ আছেন ১শ ১০ জন।
জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০