খবর২ ৪ঘণ্টা,ডেস্ক: বুধবার শিক্ষক-শিক্ষার্থীদের গণ শপথের মধ্য দিয়ে মাঠ পর্যায়ের কর্মসূচির ইতি টানবেন বুয়েটের আন্দোলনরত শিক্ষার্থীরা। তবে চার্জশিট প্রদানের পর আবরারের খুনীদের স্থায়ী বহিস্কারের আগ পর্যন্ত সকল একাডেমিক কার্যক্রমে অংশ না নেয়ার ঘোষণা দিয়েছেন তারা। সন্ধ্যায় বুয়েট ক্যাম্পাসে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন ঘোষণা দেয়া হয়।
শিক্ষার্থীদের পক্ষ থেকে বলা হয়, এই সময়ে তারা প্রশাসন দাবি পূরণে কী করছে তা তদারকি করবেন। বুধবার ক্যাম্পাসে শিক্ষক-শিক্ষার্থীরা সন্ত্রাস, অনিয়মের বিরুদ্ধে গণ শপথ নেয়ার মাধ্যমে মাঠ পর্যায়ের আন্দোলনের সমাপ্তি ঘোষণা করা হবে।
খবর২৪ঘণ্টা/ জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- k24ghonta@gmail.com, মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০