খবর২৪ঘণ্টা ডেস্ক: সব ধরনের খেলাধুলায় এগিয়ে আসার তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, খেলার মান উন্নয়নে প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করবে সরকার।
আজ বুধবার সকালে গণভবনে শেখ রাসেল ইন্টারন্যাশনাল ক্লাব টেনিস
টুর্নামেন্ট-২০১৯-এ অংশগ্রহণকারী দেশগুলোর রাষ্ট্রদূত এবং খেলোয়াড়দের সঙ্গে
সাক্ষাতে সরকারপ্রধান এসব কথা বলেন।
ভারতসহ ১৮টি দেশের ৪৮ জন খেলোয়াড় অংশ নিয়েছেন খুলনায় অনুষ্ঠিত
আন্তর্জাতিক এই টেনিস টুর্নামেন্টে। গত ১৩ নভেম্বর ভিডিও কনফারেন্সের
মাধ্যমে আয়োজনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
সরকার খেলাধুলাকে গুরুত্ব দিয়ে আসছে জানিয়ে শেখ হাসিনা বলেন, বিদেশি খেলোয়াড়রা এলে মতবিনিময়ের মাধ্যমে অনেক কিছু শিখতে পারেন দেশের খেলোয়াড়রা। আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনের এসব সুযোগ কাজে লাগাতে দেশের ক্রীড়ামোদীদের প্রতি আহ্বান জানান শেখ হাসিনা।
খবর২৪ঘণ্টা, এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০