খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুলনায় পৌঁছেছেন। সকাল ১০টা ৪৫ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি খালিশপুরে নৌবাহিনীর ঘাঁটি তিতুমীরে অবতরণ করে। এ সময় নৌবাহিনীর শীর্ষ কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান।
এরপর সেখান থেকে বেলা ১১টায় খালিশপুর বায়তুল ফালাহ ঈদগাহ মাঠে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) ৫৮তম কনভেনশনে যোগ দেন প্রধানমন্ত্রী। খুলনায় ৪৮টি প্রকল্পের উদ্বোধন ও ৫১টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন শেখ হাসিনা।
বিকেলে খুলনা সার্কিট হাউস মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। বিকেল ৫টায় হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে খুলনা ত্যাগ করবেন তিনি।
বর্তমান সরকারের মেয়াদে বিভাগীয় শহরটিতে এটি তার দ্বিতীয় সফর। এ সফরে পাইপলাইনে গ্যাস সরবরাহ, বিমানবন্দর নির্মাণ ও মোংলা বন্দরকে আরও গতিশীল করাসহ অন্তত দুই ডজন দাবি তুলেছে খুলনাবাসী।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সার্কিট হাউস মাঠে জনসভার জন্য নৌকার আদলে তৈরি করা হয়েছে ১১০ ফুট দৈর্ঘ্য ও ৩০ ফুট প্রস্থের মঞ্চ। মাঠ ও আশপাশের সড়কগুলোতে স্থাপন করা হয়েছে তিন শতাধিক মাইক।
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০