খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: খুলনায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। সোমবার তাদের মৃত্যু হয়। এর মধ্যে খুলনার করোনা হাসপাতালে তিনজন এবং হাসপাতাল থেকে ঢাকায় নেয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।
খুলনার করোনা হাসপাতালের ফোকাল পার্সন ডা. শেখ ফরিদ উদ্দিন আহমেদ বলেন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের রেডিওলজি বিভাগের টেকনোলজিস্ট বাবর আলী ১৯ জুন হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত পৌনে ৯টায় তার মৃত্যু হয়।
এছাড়া নগরীর দোলখোলা এলাকার সমর দাস (৬৭) ২৩ জুন হাসপাতালে ভর্তি হন। সোমবার রাত পৌনে ৮টায় তার মৃত্যু হয়। ফুলতলা উপজেলার যুগ্মিপাশা এলাকার আনোয়ারা বেগম (৮৫) ২৬ জুন হাসপাতালে ভর্তি হন। সোমবার রাত সোয়া ৭টায় তার মৃত্যু হয়।
নগরীর বাবু খান রোডের আসাদ স্টোরের মালিক আনিসুর রহমান খুলনার করোনা হাসপাতালে ভর্তি হন ২৩ জুন। সোমবার বিকেলে ঢাকায় নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন তার বন্ধু সৈয়দ আমিনুল ইসলাম পারভেজ।
খবর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- k24ghonta@gmail.com, মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০