খবর২৪ঘণ্টা ডেস্ক: খুলনার মহানগর পুলিশ কমিশনার মো. হুমায়ুন কবিরকে প্রত্যাহার করে নতুন একজনকে দায়িত্ব দেয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
শুক্রবার এ সংক্রান্ত নির্দেশনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়। ইসির নির্বাচন পরিচালনা শাখার যুগ্মসচিব ফরহাদ আহাম্মদ খান বিষয়টি নিশ্চিত করেছেন। ভোটকে সামনে রেখে পুলিশ ও প্রশাসনে কর্মকর্তাদের রদবদলে বিএনপির দাবির মধ্যে এ নির্দেশনা দিল ইসি।
বিএনপি ও ঐক্যফ্রন্টের পক্ষ থেকে ‘পুলিশ অতি দলবাজ কর্মকর্তা’ উল্লেখ করে যে তালিকা ইসিতে দেয়া হয়েছে, সেখানে কেএমপি কমিশনারেরও নাম রয়েছে।
কমিশন সূত্র জানিয়েছে, খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে কেএমপি কমিশনারের ‘ভূমিকা’ নিয়ে ইসিতে বিরূপ প্রতিবেদন পড়ে। অভিযোগের পর এই কর্মকর্তাকে প্রত্যাহার করার জন্য কমিশন সভায় একজন কমিশনার প্রস্তাব করেছিলেন। তার পরিপ্রক্ষিতে নির্বাচন কমিশন কেএমপি কমিশনারকে প্রত্যাহার সংক্রান্ত নথিতে অনুমোদন দেয়।
খবর২৪ঘণ্টা, জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- k24ghonta@gmail.com, মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০