বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জীবন-মৃত্যুর সঙ্গে সংগ্রাম করছেন বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ বৃহস্পতিবার (১৮ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি খালেদা জিয়ার চিকিৎসার সঙ্গে রাজনীতিকে না জড়ানোর আহ্বানও জানান।
নেত্রকোনা পৌরসভায় বাবা আবদুল কাইয়ুম (৩২) ও ছেলে আহনাব শাকিলের (২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সকালে পৌরসভার নাগড়া এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার খামার গ্রামের আক্কাস সরদারের ছেলে আবদুল কাইয়ুম (৩২)। তিনি নেত্রকোনায় ওষুধ প্রশাসনে চাকরি করতেন এবং নাগড়ায় বাসাভাড়া নিয়ে স্ত্রী-সন্তানের সঙ্গে থাকতেন।
নিহতের স্ত্রী সালমা আক্তার জানান, প্রতিদিনের মতো বুধবার (১৭ নভেম্বর) রাতের খাবার খেয়ে তারা এক রুমে ঘুমিয়ে পড়েন। পরে বৃহস্পতিবার (১৮ নভেম্বর) ভোর ৫টায় উঠে পাশের রুমে স্বামী ও সন্তানের ঝুলন্ত মরদেহ দেখতে পান। এ সময় তিনি স্বামী ও সন্তানের মরদেহ নামিয়ে ফেলেন। বিষয়টি এলাকাবাসীকে জানালে তারা পুলিশে সংবাদ দেয়। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সন্তানকে হত্যার পর আবদুল কাইয়ুম নিজেও আত্মহত্যা করেন। ময়নাতদন্তের জন্য দু’জনের মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০