খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হতে পারে। এজন্য শনিবার সকাল ৯টা থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কঠোর নিরাপত্তার বলর গড়ে তুলেছে।
বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ আলী আসগর মোড়ল বলেন, আমরা খালেদা জিয়ার জন্য একটি কেবিন রেডি করেছি। তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড সেখানে তাকে দেখবেন। তাকে রাখা হবে বিএসএমএমইউয়ের ৫ তলার ৫১২ নম্বর রুমে।
সরিজমিনে দেখা গেছে, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের সামনে, গেটে এবং ভিতরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। হাসপাতালের প্রবেশের মূল গেটে প্রবেশের সময় সাধারণ রোগীদেরও তল্লাশি হচ্ছে। পুলিশ, র্যাবসহ সাদা পোশাকধারী বিভিন্ন আইনপ্রয়োগকারী সংস্থার সদস্যদেরও মোতায়েন করা হয়েছে।
জানতে চাইলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের সামনে দায়িত্বরত শাহবাগ থানার পেট্রল ইন্সপেক্টর (পিআই) শেখ আবুল বাশার বাংলাদেশ জার্নালকে বলেন, মূলত বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার নিরাপত্তার জন্য আমরা এখানে অবস্থান নিচ্ছি।
বেগম জিয়া কখন নিয়ে আসা হতে পারে- জানতে চাইলে তিনি বলেন, কখন নিয়ে আসা হবে, সেই বিষয়টি বলতে পারছি না।
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০