নিজস্ব প্রতিবেদক :
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে লিপলেট বিতরণ করেছে রাজশাহী মহানগর বিএনপি।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার নগর বিএনপির মালোপাড়াস্থ দলীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচীর উদ্বোধন করা হয়।
প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন রাসিকের সাবেক মেয়র ও এমপি বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু।
অারো উপস্থিত ছিলেন, রাসিকের মেয়র ও রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল ও সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন সহ অন্যান্য নেতাকর্মীরা।
এ সময় বিএনপি নেতারা সাহেব বাজার সহ বিভিন্ন এলাকায় লিপলেট বিতরণ করেন।
খবর২৪ঘণ্টা/এম কে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০