বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তির দাবীতে আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা থেকে রাজশাহীতে ভ্যান নিয়ে সারা শহর ঘুরে প্রতিবাদ জানিয়েছেন জাতীয়তাবাদী মহিলাদল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রোকসানা বেগম টুকটুকি। তিনি ফেস্টুন নিয়ে ভ্যানে করে নগরীর কাজলা থেকে শুরু করেন এই র্যালি। এসময়ে তিনি বলেন, করোনা ভাইরাস,
হার্ট, লিভার ও কিডনি রোগে আক্রান্ত বেগম খালেদা জিয়াকে সঠিকভাবে চিকিৎসা দেয়া হচ্ছেনা। তিনি আরো অসুস্থ হয়ে পড়ছেন।
জণগণ এই অবস্থা থেকে মুক্তি চায় উল্লেখ করে সরকার পতনের জন্য জনগণকে রাজপথে নেমে আন্দোলন করার আহবান জানান তিনি। সেইসাথে বেগম জিয়ার নি:শর্ত মুক্তির দাবী জানান এই নেত্রী। এসময়ে তার সঙ্গে ছিলেন জেলা মহিলা দলের সাবেক সহ-সভাপতি বেদানা, মহিলা দলের নেত্রী শিল্পি, লতিকা ও কনিকা।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০